Wednesday, August 3, 2011

সিরাজগঞ্জে ভুল চিকিত্সায় প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন



হোমarrow_menu সারাদেশarrow_menu সিরাজগঞ্জে ভুল চিকিত্সায় প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জে ভুল চিকিত্সায় প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

লেখক: সিরাজগঞ্জ প্রতিনিধি | সোম, ১ অগাষ্টu-এ ২০১১, ১৭ শ্রাবণ ১৪১৮

Details

ডাঃ শামিমা আজিজের ভুল চিকিত্সায় সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যু ও অভিযুক্তদের জামিনে মুক্তি দেয়ার প্রতিবাদে কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে রাজনীতিবিদ,আইনজীবী,সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক জনগণ অংশ নেয়। কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার, নারীনেত্রী শামিমা ইয়াছমিন রিমা, সাংবাদিক হারুন-অর-রশিদ খান হাসান, রবীন্দ্র পরিষদের নুর-ই-আলম হীরা, জাসদ নেতা মাসুদ পারভেজ নওশাদ ও নিহতের পরিবারের পক্ষে ইন্দ্রজিত্ সাহা প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, প্রসূতি নিহতের ঘটনায় জড়িত চিকিত্সক শামিমা আজিজ ও নার্স কানিজ ফাতেমাকে জামিন দিয়ে বিচারক শপথ ভঙ্গ করেছেন। প্রহসনমূলক বিচার না করার প্রত্যয়ে শপথ নিলেও পরিকল্পিতভাবে ছুটির দিনে আদালত বসিয়ে তড়িঘড়ি করে চিকিত্সক নামধারী হত্যাকারীকে জামিন দিয়ে ঐ বিচারক বিচার বিভাগকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করেছেন।

No comments: