Wednesday, August 3, 2011

ভুল চিকিত্সায় শিশু মৃত্যুর অভিযোগ

ভুল চিকিত্সায় শিশু মৃত্যুর অভিযোগ

লেখক: বিয়ানীবাজার সংবাদদাতা | মঙ্গল, ২ অগাষ্টu-এ ২০১১, ১৮ শ্রাবণ ১৪১৮

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিত্সায় মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৭ মাসের শিশু মাহিমা। রবিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার ভোর ৫টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার বাড়ি পৌর শহরের কসবা গ্রামে। হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাহিমার পিতা আব্দুল কুদ্দুছ মজনু জানান, জ্বরে আক্রান্ত হলে তার মেয়েকে গত রবিবার দুপুরে ডাক্তারের পরামর্শে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত অনুমান দেড়টার দিকে হাসপাতালের সেবিকা রাশিদা বাইরে থেকে একটি ইনজেকশন কিনে আনার কথা বলেন। কিন্তু গভীর রাতে ওষুধের দোকান খোলা না থাকায় ইনজেকশন নিয়ে আসতে তার দেরি হয়। তিনি হাসপাতালে ফিরে একই সিরিঞ্জ দিয়ে তার মেয়েসহ অপর আরেক শিশু রোগীকে ইনজেকশন পুশ করার খবর জানতে পান। এতে আরো অবনতি হতে থাকে শিশু মাহিমার শারীরিক অবস্থা। ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তিনিসহ আত্মীয়-স্বজনরা কর্তব্যরত ডাক্তারদের ঘুম থেকে ডেকে আনার চেষ্টা করেন। কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি। অবশেষে ভোর ৫টার দিকে শিশু মাহিমা মারা যায় বলে জানান তার মা রেজিয়া পারভিন। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস ছালামের সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানা যায়। হাসপাতালের আবাসিক অফিসার ডাঃ সত্যকাম চক্রবর্ত্তী জানান, টিএইচও সাহেব ছুটিতে আছেন। নিউমোনিয়ায় মেয়েটি মারা যেতে পারে।

No comments: